মানুষকে আপন
করে নেয়ার জন্য সবচেয়ে বড়ো যে জিনিষ তা আয়ত্ত করা দরকার তা হলো আপরের  সঙ্গে একমত হওয়ার ক্ষমতা। এ এক বিরাট প্রতিভার ব্যপার।
মনে হয় না আপনার সারা জীবনে এর চেয়ে আর কোন ক্ষমতা আর কোন কাজে লাগবে। অথচ অপরের সাথে
একমত হওয়ার কৌশল খুব বেশি কঠিন ও নয়। জিবনের শেষ দিন পর্যন্ত ভুলবেন  না যে অপরের সাথে একমত না হতে পারাটাই সহজ মুর্খরাও
 তা করতে পারে কিন্তু অপরের সাথে একমত হতে রিতিমতো
জ্ঞানের তিক্ষন বুদ্ধির প্রয়োজন হয়- বিশেষ করে যদি মতটা ভুল হয়।

অপরের সাথে
একমত হওয়ার মত মহান কাজটির জন্য তিনটি উপায় রয়েছে।


১. অপরের
মত মেনে নিতে তাদের কথায় সায় দিতে শিখুন। আপনার মানসিক কাঠামটাকেই এমন করে তুলুন যাতে
অপরের সংগে একমত হওয়ার জন্য আপনি ভেতর থেকেই তৈরি থাকেন। অন্যের কথা মেনে নেয়ার অভ্যাস
গড়ে তুলুন। আপনার স্বাভাবিক প্রবনতাই হয়ে উঠুক অন্যের কথায় সায় দেয়া।
২. আপনি যে
তাদের সংগে একমত সেটা  তাদের জানান। লোক জনদের
সংগে একমত হওয়াটাই যথেষ্ঠ নয়। অদের সংগে তাকিয়ে বলুন আপনি ঠিক বলেছেন ।বা আমি আপনাদের
সাথে একমত।

৩. আপনি যদি
কারও সাথে একমত না হন নেহাত খুব দরকার না হলে সেটা মুখ ফুটে তাকে বলবেন না ।
এ কথা ঠিক
যে আমাদের সংগে মতে মেলে না কিন্তু সেটা আগ বাড়িয়ে ওদের জানাবার দরকার কি। যদি না জানিয়ে
উপায় থাকে ? এবং আপনি দেখে অবাক হবেন যে সেরকম নিরুপায় অবস্থা হয় না বললেই চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *