async=”” script=”” src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”>

Suggestions for 4 Year BBA Honours Course-2020
Department Of marketing
BBA Honours fourth Year Examination – 2020


            Paper TiTle.                                   Paper code        Marks
Marketing Management                           242301               100
Human Resource Management               242303                100
International Business                              242305                 100
Consumer Behavior                                  242307                100
Sales Management                                    242309                 100
Brand Management                                  242311                 100
Entrepreneurship Development              242313                 100
Bangladesh Economics                            242315                  100
Marketing Research                                242317                   100 
    





                     জাতীয় বিশ্ববিদ্যালয়

বিবিএ অনার্স চতুর্থ বর্ষের  সাজেশন্স-২০২০
মার্কেটিং বিভাগ
শিক্ষাবর্ষঃ ২০১৫-১৬

বিষয়ঃ শিল্পোদ্দোগ উন্নয়ন।




শিল্পোদ্দ্যোক্তা
ক ও খ

১.সৃজনশীল উদ্যোক্তা বলতে কী বুঝ? 
 ২.শিরােদ্যোক্তার সাধারণ গুনাবলি বর্ণনা কর। 
৩.সজনশীল উদ্যোক্তার গুণাবলি চিহ্নিত কর। 
৪.শিল্পোদ্যোক্তার শ্রেনিবিভাগ আলোচনা কর।
৫.শিল্পোদ্যোক্তার পটভূমি বা বৈশিষ্ট্য লিখ।
৬.শিল্পোদ্যোক্তাগণ জন্মগত ভাবেই শিল্পোদ্যোক্তা এবং সৃষ্টি মূলক বটে-ব্যাখ্যা কর।
৭.উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের ক্ষেত্রে উদ্যোক্তাদের ভূমিকা/একটি দেশের অর্থনৈতিক
উন্নয়নে উদ্যোক্তার ভূমিকা আলোচনা কর।
৮.শিল্পোদ্যোক্তা ও ব্যবস্থাপকের মধ্যে পার্থক্য লিখ।
৯. শিল্পোদ্যোক্তার কার্যাবলি বর্ণনা কর।

১০.একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পোদ্যোক্তার  ভূমিকা বর্ণনা কর।





শিল্পোদ্দ্যোগ
ক ও খ

১।  শিল্পোদ্যোগ প্রক্রিয়া বা ধাপ বর্ণনা কর। শিল্পোদ্যোগ ও শিল্পোদ্যোক্তার মধ্যে পার্থক্য লিখ।
২।  উদ্ভাবন বলতে কী বুঝায়?  উদ্ভাবনের ধাপসমূহ আলোচনা কর।
 ৩।  সৃজনশীল উদ্যোগ বলতে কী বুঝায়?  কোম্পানির সংস্কৃতি বনাম সৃজনশীল উদ্যেগের সংস্কৃতি চিহ্নিত কর। 
৪। সৃজনশীল উদ্যোগের সমস্যা বা বাধাসমূহ আলোচনা কর। 
 ৫।অর্থনৈতিক উন্নয়নে শিল্প বা ব্যবসায় উদ্যোগের ভূমিকা আলোচনা কর। 
 ৬। সৃজনশীল উদ্যোগের জন্য পরিবেশসমূহ আলোচনা কর। 
৭। বাংলাদেশে শিল্পোদ্যোগের ক্রমবিকাশ আলোচনা কর। 

৮। অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পোদ্যোগ বিষয়ে জ্ঞান থাকতে হয় কেন? 






শিল্পোদ্দ্যোগীয় উন্নয়নে প্রভাব বিস্তারকারী উপাদান সমুহ ।
ক ও খ বিভাগ

১. ব্যাবসায় পরিবেশ বলতে কি বুঝ।ব্যবসায় উদ্দ্যোগের অভ্যন্তরিন পরিবেশের উপাদান গুলো  বর্ননা কর।

২. ব্যবসায় পরিবেশ বিশেষণ বলতে কী বুঝ।  
৩. সিল্পোদ্দ্যোগ পরিবেশ উপাদান  আলোচনা কর।
 ৪. “কৃতিত্বার্জন  চাহিদা বা প্রেষণা একটি শিক্ষালয় বিষয় ও বটে ব্যাখ্যা কর।   শিল্প উদ্যোগে প্রভাববিস্তারকারী অর্থনৈতিক উপাদানসমূহ আলোচনা কর। 
৫. কৃতিত্বার্জন চাহিদা বা প্রেষণার সমস্যাৰলি ব্যাখ্যা কর । 
৬. swoT বিশেষণের উপদানগুলো আলালোচনা কর।।
৭. বাংলাদেশে শিল্পোদ্যোগীয় পরিবেশ উন্নয়নের সমস্যা সমাধানের উপায়সমূহ আলোচনা কর। 
 ৮. SWOT বিশ্লেষণের গুরুত্ব বর্ণনা কর।  sWOT বিশ্লেষনের মাধ্যমে বিভিন্ন কর্ম কৌশল। নির্ধারণ প্রক্রিয়া বর্ণনা কর।

৯. PEST বিশ্লেষণের উপাদানসমূহ আলোচনা কর।






শিল্পোদ্দ্যোগীয় প্রেষনা
ক ও খ বিভাগ

 ১. প্রেষনার সংগা দাও।  প্রকার প্রকারভেদ আলোচনা কর। 
 ২.প্রেষনা  ব্যবস্থাপনার প্রাণ ব্যখা কর। 
৩. প্রেষণার উপাদানসমূহ আলোচনা কর। 
৪.  “প্রেষণা মানুষের প্রইয়োজনে সাথে জড়িত।উক্তিটির ব্যাখ্যা কর।
৫. মাসলো ও হাজবার্গের তত্ত্বের পার্থক্য লিখ। 

৬. প্রেষণা ও মনোবলের মধ্যে সম্পর্ক কী? 
৭. শ্রমিক-কমীদের প্রেষণা দানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা সীমাবদ্ধতাসমূহ কী কী?
৮. প্রেষণা ও কার্যসম্পাদনের মধ্যে সম্পর্ক লেখ 
৯.প্রেষণা দানের উপায়সমূহ কী কী? বাংলাদেশের শিল্প শ্রমিকদের প্রেষণা দানের জন্য তুমি কোন পদ্ধতি সুপারিশ করবে?
১০.মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি ব্যাখ্যা কর।

১১.প্রেষণাদানের উপায় কী? বাংলাদেশের শিল্প শ্রমিকদের প্রেষণাদানের জন্য তুমি কোন পদ্ধতি সুপারিশ করবে? 





শিল্পোদ্দ্যোগীয় সক্ষমতা
ক ও খ বিভাগ

১. শিল্পোদ্যোক্তার সংজ্ঞা দাও। 
 ২. শিল্পোদ্যোগীয় সক্ষমতার উপাদানসমূহ আলোচনা কর। 
৩. শিল্প উদ্যোক্তার সাধারণ গুণাবলি বর্ণনা কর। 
৪.প্রধান শিল্পোদ্যোগীয় বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৫. একজন সফল শিল্পোদ্যোক্তার সমন্বিত শিল্পোদ্যোগীয় বৈশিষ্ট্য কী কী? 
৬.শিল্পোদ্যোগীয় সক্ষমতার উন্নয়ন সম্পর্কের আলোচনা কর।

৭.শিল্পোদ্যোগীয় সক্ষমতার উপাদানসমূহ আলোচনা কর । 

শিল্পোদ্দ্যোগীয় গতিশীলতা
ক ও খ বিভাগ

১.শিল্প উদ্যোগের গতিশীলতা বলতে কী বুঝায়?
২. শিল্প উদ্যোগীয় গতিশীলতার প্রভাববিস্তারকারী  উপাদানসমূহ আলোচনা কর। 
৩. পেশাগত গতিশীলতা আলোচনা কর।

৪. পেশাগত গতিশীলতা ও অবস্থানগত গতিশীলতার | মধ্যে পার্থক্য দেখাও ।

ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান
ক ও খ বিভাগ

১. ঋদ্র ব্যবসাযের সংস্থা দাও? ক্ষুদ্রায়তন ব্যবসায়ের উন্নয়নের ৫টি পদক্ষেপ আলোচনা কর। 
২. ক্ষুদ্র ব্যবসায়ের সাফল্যের কারণ সংক্ষেপে  ব্যাখ্যা কর। 
৩. ক্ষুদ্রায়তন ব্যবসায়ের অসুবিধা সংক্ষিপ্তভাবে |আলোচনা কর। 
৪. বাংলাদেশের প্রধান প্রধান ক্ষুদ্রর কী?
৫. বাংলাদেশে ক্ষুদ্র শিল্প উন্নতির পদক্ষেপসমূহ কী?
৬. ক্ষুদ্রায়তন ও বহদায়তন ব্যবসায়ের মধ্যে পার্থক্য। দেখাও |
৭. ক্ষুদ্র ব্যবসায়ের দক্ষতা বৃদ্ধির উপায়সূহ সংক্ষেপে বর্ণনা কর। 
৮. ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য দেখাও।
৯. ক্ষুদ্র ব্যবসায়ে স্থান নির্বাচনে বিবেচ্যবিষয়গুলো আলোচনা কর।
১০. ক্ষুদ্র ব্যবসায়ের মৌলিক উপাদানসমূহ আলোচনা। |
১১. ক্ষুদ্র ব্যবসায়ের গুরুত্ব অথবা দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ব্যবসায়ের ভূমিকা আলোচনা কর। 
 ১২.ক্ষুদ্র ব্যবসায়ের ব্যর্থতার কারণ সমূহ আলোচনা কর । 

.১৩. ক্ষুদ্র ব্যবসায়ের ব্যর্থতা দূরীকরণের উপায়সমূহআলোচনা কর।
.
প্রকল্প শনাক্ত করন অ নির্বাচন
ক ও খ বিভাগ

১. প্রকল্প সনাক্তকরণ কী?
 ২.প্রকল্পের বৈশিষ্ট্য সহ আলোচনা কর।
৩. প্রকল্প ও কর্মসূচির মধ্যে পার্থক্য দেখাও। 
৪. প্রকল্পের উপাদানসমূহ আলোচনা কর।
৫. স্বাধীন ও পরস্পর বর্জনশীল প্রকল্পের মধ্যে পার্থক্য দেখা।।
৬.প্রকল্পের অর্থনৈতিক মূল্য নিরূপণ কর।
৭.প্রকল্পের ব্যর্থতার কারণ সমূহ আলোচনা কর। 
৮.স্বাধীন প্রকল্প ও পরস্পর বর্জশীল প্রকল্প কী?
৯.বিনিয়োগের প্রস্তাব মূল্যায়নে বিবেচ্য বিষয়সমত  আলোচনা কর। 
১০. ব্যবসায় পরিকল্পনার সংজ্ঞা দাও।
১১.ব্যবসায় পরিকল্পনা উন্নয়নের পদক্ষেপ আলালোচনা কর।
১২.প্রকল্পের মূল্য নিরূপণের প্রতিবন্ধকতা সমূহ আলা্লোচনা কর।

১৩.ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য মূল ধন কাঠামালোর গুরুত বর্ণনা কর। 

ব্যবসায় প্রতিষ্ঠান সমুহের অর্থায়ন।
ক ও খ বিভাগ

১. আর্থিক পরিকল্পনার সংবা দাও।।
২. ক্ষুদ্র ব্যবসা্য এর আর্থিক পরিকল্পনা প্রয়োজনীয়তা আলোচনা কর।
৩. অর্থসংস্থানের উৎসের সংজ্ঞ| দাও। 
৪.’খুদ্র ব্যবসায়ে অর্থায়নের অভ্যন্তরীণ উৎসমূহ আলোচনা কর।
৫. বাহ্যিক উৎস কী?  বাহ্যিক অথ সংস্থানের উৎসসমূহ বর্ণনা কর।
৬. সংরক্ষিত মুনাফার পরিমান নিধারণকারী উপাদান। সমূহ-বর্ণনা কর। 
৭. অভ্যন্তরীণ ও বাহ্যিক অর্থসংস্থানের মধ্যে পার্থক্য দেখাও।
৮. মূলধন কাঠামোর অর্থ কী?  ৫। (খ) মূলধন কাঠামো নির্ধারণে প্রভাববিস্তারকারি উপাদানগুলো আলোচনা কর।
৯. মূলধন কাঠামো এবং আর্থিক কাঠামোর মধ্যে পার্থক্য দেখাও। 
১০. বাংলাদেশে মূলধন কাঠামো গঠনে বিদ্যমান সমস্যা সমূহ বর্ণনা কর। 
১১. কাম্য মূলধন কাঠাম কী? ১০০ ৭। (খ) কাম্য মূলধন কাঠা্মোর বৈশিষ্ট্য আলোচনা কর। 
১২. EBIT-এর সমচ্ছেদ বা নিরপেক্ষ বিন্দু কী? 
১৩. NI ও NOI তত্ত্বের মধ্যে পার্থক্য দেখাও। 
১৪. মূলধন কাঠাম তত্ত্ব কী? 
১৫. মডিগ্লিয়ানি মিলার বা এম,এম মডেল সম্পর্কে আলোচনা কর। 
১৬. নীট আয় তত্ত্ব কি? 

১৭. মূলধন কাঠামো তত্ত্বের প্রকারভেদ আলোচনা কর?
সমাপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *