কিভাবে ভালো শ্রোতা হওয়া যায়। অন্যকে আপন করে নেয়ার কলা কৌশল।

যত বেশি অন্যের কথা মন দিয়ে শুনবেন তত বেশি আপনাকে ওনাদের ভালো লাগবে। তারা এও ভাববে আপনি খুব সমাজদার এমন কী কথাবার্তাতে ও অস্তাদ। একজন ভালো শ্রতা লোকজনদের মন জয় করার ব্যাপারে সব সময় ই একজন বাকপটুর চেয়ে এগিয়ে থাকেন। কেননা  একজন ভাল শ্রতা  সব সময়  অন্যকে সুযোগ করে দেন তার প্রিয়তম বক্তাটির কথা শুনতে […]

কিভাবে বিনয়ের সাথে অপরের সাথে একমত হতে হয়। অন্যকে আপন করে নেয়ার কলাকৌশল।

মানুষকে আপন করে নেয়ার জন্য সবচেয়ে বড়ো যে জিনিষ তা আয়ত্ত করা দরকার তা হলো আপরের  সঙ্গে একমত হওয়ার ক্ষমতা। এ এক বিরাট প্রতিভার ব্যপার। মনে হয় না আপনার সারা জীবনে এর চেয়ে আর কোন ক্ষমতা আর কোন কাজে লাগবে। অথচ অপরের সাথে একমত হওয়ার কৌশল খুব বেশি কঠিন ও নয়। জিবনের শেষ দিন পর্যন্ত […]

কিভাবে আন্তরিকতার সাথে অপরকে গুরুত্ব দিতে হয়। মানুষকে আপন করে নেয়ার কলা কৌশল।

 আমার আপনার দুনিয়ার তাবত লোকের মধ্যে যে চরিত্র – লক্ষন টি অনিবার্য ভাবে দেখা যায় তা হলো অপরের কাছে গুরুত্ব পাওয়ার বিসেষ স্বীকৃতি পাওয়ার লোভ। লোকে ভালো মন্দ যে – কাজটাই করে তার পিছনে ওই লোভ টা দারুন ভাবে কাজ করে থাকে। তাই লোকজনের আপন করে নেয়ার কলাকৌশলের এক প্রধান অংগ হলো অপরের হাবে ভাবে  […]