সমগ্র পৃথীবি এখন অনেক ছোট হয়ে আসছে। ছোট হয়ে আসছে আমাদের কাজের পরিধিও । মানুষকে এখন আর কোন তথ্য জানার জন্য  অনেক কষ্টকরে বই পুস্তক ঘাটতে হয় না। শুধু মাত্র গুগোলে একটা ক্লিক করলেই জানা যায় সকল তথ্য। ইন্টারনেটের  মাধ্যমে সে তার সকল তথ্য জেনে নিতে পারে। আর এ সব ই সম্ভব হয়েছে ইন্টার নেটের জন্য। অনলাইনে এখন যদি আপনার একটি অয়েবসাইট থাকে তাহলে আপনি এটি দিয়ে সারা পৃথিবীর মানুষ কে সাহায্য করতে পারেন তেমনি আপনি একটু বুদ্ধি খাটিয়ে অনেক টাকা আয় করতে পারবেন। আর কিভাবে অয়েব সাইট তৈরি করতে হয় তা আমার অন্যন্য লেখা গুলো পড়ে জানতে পারবেন। এর জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না। এক টা কথা বলে রাখা ভালো বাংলাদেশ সহ সারা পৃথীবিতে বহু মানূষ আছে যারা শুধু এই ওয়েবসাইট দিয়েই তারা তাদের জীবিকা নির্বাহ করে চলেছে।সুতরাং আপনি ও হতে পারেন তাদের ই এক জন। তবে অয়েব সাইট থেকে আয় করতে হলে আপনাকে এই অয়েব সাইটের পিছনে অনেক সময় দিতে হবে। প্রচুর পরিশ্রম করতে হবে। ওয়েব সাইট থেকে আপনি বিভিন্ন ভাবে আয় করতে পারেন, যেমন , এডসেন্স ও অন্যান্ন বিভিন্ন বিজ্ঞাপন সাইটে আপনার অয়েবসাইট কে যুক্ত করে। এছাড়াও বিভিন্ন ভাবে বিজ্ঞাপন দিয়ে আপনি আয় করতে পারেন। তবে সব কিছুর জন্য আপনাকে আপনার ওয়েবসাইটে আগে প্রচুর ট্রাফিক আনতে হবে আপনার লেখালেখির মাধ্যমে।



              অয়েবসাইটের প্রয়োজনীয়তা কেনো।                          


বর্তমান বিশ্বে একটি অয়েবসাইটের প্রয়োজনীয়তা অনেক। কারন আপনি যদি সারা বিশ্ব কে নিজের ব্যাবসা বা নিজের পন্যের সাথে পরিচয় করিয়ে দিতে চান তাহলে একটি ওয়েবসাইটই হতে পারে এর জন্য সহজ এবং দ্রুত তম মাধ্যম। আপনার ব্যবসাকে যদি আপনি বিশ্বব্যপি  সম্প্রসারন করতে চান তাহলে একটি অয়েবসাইটের কোন বিকল্প নাই।অবশ্য এখন অনেকে তাদের শখের বসেও নিজস্ব একটি ওয়েবসাইট করে বসে থাকে।



                  অয়েবসাইট তৈরি করতে যা যা লাগবে।                    

একটি অয়েবসাইট তৈরি করতে প্রথমত যা লাগবে তা হলো একটি ডোমেইন এবং একটি হোস্টিং। ডোমেইন নেইম হলো এপনার অয়েবসাইটের একটি নাম। যেমন আপনি যদি ফেজবুকে ঢুকতে চান তাহলে www.facebook.com এই এড্রেসে প্রবেশ করতে হবে। কারন এটাই হলো ফেজবুক অয়েবসাইটের নাম। তেমনি আপনার অয়েবসাইটের ও একটি নাম থেকতে হবে। যে এড্রেস শুধু আপনার অয়েবসাইটের ই থাকবে পৃথীবিতে এই নামে আর কোন অয়েবসাইটের নাম থাকবে না।  এর পর যা লাগবে তা হলো হোস্টিং । হোস্টিং হলো আপনার অয়েবসাইটি কোন জায়গায় রাখবেন সেই জায়গা। এই হোস্টিং ২৫০এমবি থেকে শুরু করে বিভিন্ন পরিমানে কিনতে পারবেন। ডোমেইন এবং হোস্টিং ইন্টারনেট থেকে কিনতে পারবেন। আগে এই ডোমেইন এবং হোস্টিং কিনতে মাস্টারকার্ড প্রয়োজন হতো কিন্তু বর্তমানে বাংলাদেশি টাকা বিকাশ বা রকেটের মাধ্যমেও ক্রয় করা যায় ইন্টারনেটে এমন অনেক ডোমেইন হোস্টিং কোম্পানী আছে। 

আল্লাহ হাফেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *