অনলাইনে শিক্ষাগতা                   
এই ধরনের শিক্ষাগতার কথা শুনে হয়ত আপনারা বিস্মৃত হতে পারেন।এটা ভেবে হয়ত অবাক হবেন যে অনলাইনে শিক্ষাগতা এটি কি করে সম্ভব। আপনাদের কাছে এটি অবিশ্বাস্য হলেও আসলে এটি সত্যি। আপনারা চাইলে অনলাইনে শিক্ষাগতা করেও আয় করতে পারবেন। এই ক্ষেত্রে তারাই বেশি সুবিধা পাবেন যারা বাস্তব জীবনে শিক্ষাগতার সাথে জড়িত। যারা স্টুডেন্ট আছেন তারা ও পড়ালেখার পাশা পাশি এটি করতে পারেন। ছাত্র ছাত্রীরা যারা ছাত্র ছাত্রীদের পড়িয়ে কিছু আয় করার কথা ভাবছেন বা অলরেডি করেন তারাও ঘরে বসে এই কাজ টি করতে পারেন। কারন এতে অপলাইন পেশার পাশাপাশি অনলাইনেও বাড়তি আয়ের সুযোগ রয়েছে । এই অনলিইন শিক্ষাকতা পেশায় ইংরেজিটা ভালো জানা এই জন্য জরুরি যে এখানে দেশ বা দেশের  বাহিরের শিক্ষার্থীরাও থাকতে পারে আর সেই ক্ষেত্রে দেশের বাহিরের শিক্ষার্থীদের  সাথে যোগাযোগ এবং পাঠ দান এর মাধ্যমে হিসাবে ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে। ইংরেজি ভাষা আয়াত্ব করার মাধ্যমে আপনি পৃথীবির যে কোন দেশের শিক্ষার্থীদের পাঠদান করতে পারবেন। আর আপনাকে যে কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর ভাল জ্ঞান থাকা দরকার এজন্য  যে অনলাইনে শিক্ষা দানের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোন একটি বিষয়ে পাঠ দান করতে হবে।আর আপনার যদি একাধিক বিষয়ে পারদর্শিতা থেকে থাকে তা হবে আপনার আর ও বাড়তি আয়ের সম্ভাবনা।



      অনলাইনে শিক্ষাগতা কিভাবে করবেন।     

অনলাইনে শিক্ষাগতা এমন কঠিন কোন ব্যপার নয়।এটি বাস্তব জীবনে শিক্ষাগতে করার মতই তবে এখানে একটি ব্যপার ভিন্ন তা হলো এখানে ইন্টারনেট সংযোগসহ কম্পিউটারের মাধ্যমে পাঠদান করতে হবে। অর্থাৎ আপনাকে কম্পিউটার ব্যবহার করে পাঠদান করতে হবে। আপনি চাইলে শিক্ষার্থীদের সাথে কম্পিউটারে  চ্যাট করেও পাঠদান করতে পারেন। তাছাড়া অনলাইনে আরো কিছু মাধ্যম আছে যেগুলো দ্বারা সরাসরি ভিডিও চ্যাট করা যায় বা অডিও চ্যট করা যায়। এই মাধ্যম ব্যবহার করে আপনিও চাইলে সরাসরি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ  এবং পাঠদান করতে পারবেন। এখানে আপনাকে শিক্ষার্থীদের পাঠদান করানোর জন্য কোন একটি নির্দিষ্ট সময় নির্ধারিত করে দেওয়া হবে বা দিতে হবে আপনাকে সেই নির্দিষ্ট সময় উপস্থিত থেকে  সেই শিক্ষার্থীকে পাঠদান করতে হবে। তাছাড়া বাস্তব জীবনে শিক্ষাগতা করার জন্য আরো কিছু পফর্মালিটিস রয়েছে যেমনঃ কখন পাঠদান করান হবে, কতক্ষন পাঠদান করান হবে, কত জঙ্কে পাঠদান করান হবে এক সংগে, সপ্তাহে কত দিন পাঠদান করাতে হবে, পাঠদানের জন্য কি রকম অর্থ প্রদান করবে ইত্যাদি সব কিছুই আপনি আপনার ইচ্ছেমতো নির্নয় করে শিক্ষাকতা করার সুযোগ পাবেন।আর এই সকল সুযোগ সুবিধার সমন্বয়ে অনলাইনে বিভিন্ন সাইট রয়েছে। যে সাইটগুলো আপনাকে শিক্ষার্থী খুজে দিবে আপনার বিভিন্ন চাহিদার ভিত্তিতে আপনাকে শিক্ষাকতা করা সুযোগ প্রদান করবে। আর এমন একটি বিশেষ সাইট হলো www.wiziq.com  এই সাইট টা সাধারন্ত তৈরি করা হয়েছে শিক্ষক দের শিক্ষাদানের সুযোগ ও ছাত্র ছাত্রীদের শিক্ষা গ্রহনের সুযোগ করে দেয়ার জন্য।এবং এই সাইট টি দীর্ঘ দিন ধরে সফল ভাবে সকল কে সুযোগ সুবিধা প্রদান করে আসছে।তাই আপনারা এই সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করে নিয়ে আপনি আপনার কাজ শুরু করে দিতে পারেন। আমি এখন আপনাকে  বিস্তারিত জানাতে চেষ্টা করব যে কিভাবে আপনি এই সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন সফল ভাবে সম্পর্ন করে কাজ শুরু করতে পারবেন। কিন্তু আপনি যদি কম্পিউটারে আপদর্শী হয়ে থাকেন তাহলে আপনি নিজেই রেজিষ্ট্রেশন করে নিতে পারবেন কারো সাহায্য ছাড়াই। অথবা লেখাটি শেষ পর্যন্ত পড়লে আপনি ও বুঝতে পারবেন।




       www.wiziq.com এ রেজিষ্ট্রেশন পদ্ধতি।      

আজ শেষ করলাম আপনাদের ভালো সাড়া পেলে পরবর্তি অংশে আমি দেখাবো কিভাবে এই সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করে কাজ শুরু করতে হয়। ততক্ষন ভালো থাকবেন সবাই ।



                     আল্লাহ হাফেজ।                              

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *